Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোমিওপ্যাথিক মেডিকেলের বিএইচএমএস পরীক্ষার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ১৫:১৭

বিএইচএমএস পরীক্ষা দাবিতে মানববন্ধন, ছবি: সারাবাংলা

ঢাকা: সরকারি হোমিওপ্যাথিক মেডিকেলের বিএইচএমএস পরীক্ষা চলতি বছরে গ্রহণের দাবি জানিয়েছেন নিরাপদ জীবন চাই নামে একটি সংগঠন।

শনিবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়। এই সপ্তাহের মধ্যে পরীক্ষা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বক্তরা বলেন, মানুষের অনেক বড় বড় কঠিন রোগ হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়েছে। কোনো প্রকার অপারেশন ছাড়াও আদিযুগ থেকে রোগীদের চিকিৎসা করে আসছে। কিন্তু নিয়মিত পরীক্ষা না হওয়ায় অনেক শিক্ষার্থীদের ভবিষৎ অনিশ্চিত হয়ে ওঠেছে। গত তিন মাস আগে এমবিবিএস পরীক্ষাগ্রহণ করা হলেও বিএইচএমএস পরীক্ষা নেওয়া হয়নি। একটা কুচক্রী মহলের জন্য এমবিবিএস পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তিন মাস পার হলেও এখনো বিএইচএমএস পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমরা দেখে আসছি দুইটি পরীক্ষায় প্রতি বছর একই সময় অনুষ্ঠিত হয়।

বক্তরা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি পরীক্ষা গ্রহণ করা না হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা কোনো প্রকার আন্দোলন চাই না, আমরা চাই আমাদের অধিকার।

এ মানববন্ধনে সংগঠনটির সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, মুহাম্মদ আবদুল হাকিম ও আনোয়ারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সারাবাংলা/এআই/এনএস

বিএইচএমএস পরীক্ষা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর