Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেখক ঐক্যের সভাপতি ফাহমিদুল, সম্পাদক শওকত


৮ এপ্রিল ২০১৮ ১২:৩৬ | আপডেট: ৯ এপ্রিল ২০১৮ ১০:১৮

।। সারাবাংলা ডেস্ক ।। 

ঢাকা: লেখকদের অধিকার এবং লেখালেখির নীতিসংক্রান্ত অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ লেখক ঐক্যের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির দুই বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।

কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন ফাহমিদুল হক, আরশাদ সিদ্দিকী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন শওকত হোসেন।

শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনে সন্ধানী চক্ষু হাসপাতাল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- মোশাহিদা সুলতানা, আলমগীর খান, ইমতিয়ার শামীম, হাসান ইকবাল, জি এইচ হাবীব, জাকির তালুকদার, ফয়েজ আলম, চঞ্চল আশরাফ, আহমাদ মোস্তফা কামাল, রাখাল রাহা, প্রশান্ত মৃধা, রায়হান রাইন, পাভেল পার্থ, মোহাম্মদ আজম, আসিফ, আমিরুল বাসার, হামীম কামরুল হক, সামিনা লুৎফা ও তাহমিনা শাম্মী।

২০১৬ সালের মার্চে বাংলাদেশ লেখক ঐক্যে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর সংগঠনটি লেখকদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ লেখকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/টিএম/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর