সুদানে সেনা শাসনবিরোধী আন্দোলনে নিহত ৪০
২০ নভেম্বর ২০২১ ১৯:১১
সুদানে সামরিক শাসনবিরোধী আন্দোলনে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। গত মাস থেকে শুরু হওয়া এ আন্দোলনে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এ দাবি করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) সুদানে গণপ্রতিরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে গত ২৫ অক্টোবর সুদানের সামরিক জেনারেল ফাত্তাহ আল বুরহান দেশটির বেসামরিক সরকার উৎখাত করে জরুরি অবস্থা জারি করেন। ওই দিন থেকেই সুদানে সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়।
এ আন্দোলনে গত ১৭ নভেম্বর ১৬ বছর বয়সী এক কিশোরের মাথায় গুলি লাগে। ২০ নভেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীরা আবার ফুঁসে উঠেছেন। রোববার দেশজুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দেওয়া হয়েছে।
আন্দোলন দমাতে গুলি চালাচ্ছে পুলিশ। এতে প্রতিদিনই আন্দোলনকারীদের মধ্যে থেকে কারো মৃত্যু ঘটছে। বুধবার দেশটির উত্তর খার্তুম এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালায়। এতে একাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়। পুলিশের অভিযানের সময় কয়েকশ আন্দোলনকারী আহতও হন।
সারাবাংলা/আইই