Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবের একাধিক শহরে ড্রোন হামলার দাবি হুথির

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২১ ১১:০১

ইয়াহিয়া সারি, ছবি: সংগৃহীত

সৌদি আরবের একাধিক শহরকে লক্ষ্য করে ১৪ ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। দেশটির জেদ্দায় অবস্থিত তেল কোম্পানি সৌদি আরামকো স্থাপনায় হামলা করা হয় বলে দাবি করা হয়। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযানের সময় হুথি যোদ্ধাদের লক্ষ্য করে ইয়েমেনে ১৩টি স্থানে হামলা করেছে বলে জানিয়েছে আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর আলজাজিরা।

গতকাল শনিবার (২০ নভেম্বর) এই হামলা চালান হয়। হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এদিন এক সংবাদ সম্মেলনে জানান, তারা জেদ্দায় অবস্থিত আরামকোর শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আভা, জিজান এবং নাজরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের নেতৃত্বে ইয়েমেনে ‘আক্রমণ’ বৃদ্ধি এবং দেশটিতে তাদের অপরাধ ও অবরোধের ধারাবাহিকতার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালান হয়েছে।

তবে ইয়াহিয়া সারি’র বিবৃতিতে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে আলজাজিজার প্রতিবেদনে বলা হয়, সেখানে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম উল্লেখ করেন। এছাড়াও কিং খালিদ ঘাঁটির অবস্থান রিয়াদ বলে উল্লেখ করেন তিনি, যা ভুল। আসলে দেশটির দক্ষিণে তা অবস্থিত।

এই ড্রোন হামলার দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট কোনো মন্তব্য করেনি। তবে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গতকাল শনিবার সৌদি সামরিক জোটের অভিযানে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশটির সাদা এবং মারিব প্রদেশেও হামলায় চালায় জোট বাহিনী।

বিজ্ঞাপন

এর আগে, ইরান সমর্থিত হুথি যোদ্ধারা সৌদি ভূখণ্ডে নিয়মিত রকেট এবং ড্রোন হামলার ঘোষণা দেয়। ইয়েমেনে সৌদি জোটের আক্রমণের প্রতিক্রিয়া এই হামলা চালানোর ঘোষণা দেয় তারা।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় অনুসারে, বিগত কয়েক বছরের এই হামলায় দুই লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান যুদ্ধোবিরতির প্রচেষ্টা থমকে গেছে।

সারাবাংলা/এনএস

ইয়েমেন ড্রোন হামলা সৌদি আরব হুথি যোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর