Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউর সাবেক প্রোভিসি মান্নানের বিরুদ্ধে মামলা চলবে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ১৯:৩৯

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদকের দুই মামলা বাতিল চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এম এ মান্নানের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী আসিফ হাসান জানান, এ দুই মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন অধ্যাপক ডা. এম এ মান্নান।

মামলা দুটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এখন এ দুই মামলার কার্যক্রম চলবে। ২০০৫-২০০৬ অর্থ বছরের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির মামলায় বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্যসহ কয়েকজনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৬ আগস্ট শাহবাগ থানায় দুদক দুটি মামলা করে।

পরে এই দুই মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ মামলা দুটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

পরে মামলা দুটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এম এ মান্নান। যা আজ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/একে

বিএসএমএমইউ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর