Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি গ্রুপের রাইস মিলে দগ্ধ ২ শ্রমিক মারা গেলে বার্ন ইনস্টিটিউটে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ১৬:৩৫

ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দু’জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। ইনস্টিটিউটে ভর্তি ‍তৃতীয় শ্রমিকের শারীরিক অবস্থাও সংকটাপন্ন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বেলায়েত হোসেন (৬০) এবং এর আগে শনিবার দিবাগত রাতে হযরত আলীর (৫০) মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন বলেন, রূপগঞ্জ থেকে আসা দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন। এর মধ্যে হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে ৬৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে সিরাজুল ইসলাম (৬০) ইনস্টিটিউটে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে সিটি গ্রুপের ওই অটো রাইস মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলাম, হযরত আলী(৫০) ও বেলায়েত হোসেন দগ্ধ হন।

সিটি রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা রবিন্দ্র নাথ জানান, দগ্ধ তিন জনই তাদের রূপগঞ্জের তারাবো গন্ধবপুরের অটো রাইস মিলের শ্রমিক। তারা সেখানে ধানের তুষ প্যাকেট করার দায়িত্বে ছিলেন। দুপুরে মিলের ব্রয়লার মেশিনের ‘হাকস ইয়ার্ড’ নামের একটি যন্ত্র বিস্ফোরিত হয়। সেখান থেকে বেরিয়ে আসা আগুনের ফুলকিতে তারা তিন জন দগ্ধ হন।

দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলামের ছেলে জানান, দগ্ধ সবার বাড়ি রূপগঞ্জ গন্ধবপুর এলাকায়। তিন জনই তুষ প্যাকেজিংয়ের কাজ করতেন। গতকাল (শনিবার) দুপুরে খবর পাই, মিলে আগুন লেগেছে। সেখানে গিয়ে বাবাসহ তিন জনকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। তাদের দ্রুত স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইইনস্টিটিউটে নিয়ে আসি।

বিজ্ঞাপন

নাজমুল বলেন, ঘটনাস্থলে যখন বিস্ফোরণ ঘটে, তখন দু’জন শ্রমিক আগুনের ফুলকির আঘাতে ১০০ গজ দূরে ছিটকে পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি।

সারাবাংলা/এসএসআর/টিআর

দগ্ধ ৩ শ্রমিক রাইস মিলে বিস্ফোরণ সিটি গ্রুপের অটো রাইস মিল

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর