Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সশস্ত্র বাহিনী দিবসে যুদ্ধজাহাজ দেখতে ভিড়

সারাবাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২১ ২০:৩৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২২:১৭

চট্টগ্রাম ব্যুরো: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রামের ন্যাভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা প্রত্যাশা’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যুদ্ধজাহাজটি দেখতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুসহ নানা শ্রেণিপেশার মানুষের ভিড় জমে।

রোববার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের জন্য ‘বানৌজা প্রত্যাশা’য় সবার প্রবেশ উন্মুক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য ‍তুলে ধরতে চট্টগ্রাম নৌ অঞ্চলে নৌবাহিনীর সব ঘাঁটি ও জাহাজে প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়েছে। নৌবাহিনীর স্কুল ও কলেজে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দোয়া-মোনাজাতসহ আরও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

বানৌজা প্রত্যাশা যুদ্ধজাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর