সুবিধাবঞ্চিত-এতিম শিশুদের নিয়ে পেনিনসুলায় মধ্যাহ্নভোজ
২১ নভেম্বর ২০২১ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবসে চট্টগ্রামের অভিজাত হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ে সুবিধাবঞ্চিত একদল শিশু পেয়েছে মধ্যাহ্নভোজ ও উপহার। সাত বছর বয়সী সুবিধাবঞ্চিত ও এতিম শিশুরা হোটেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও অংশ নেয়।
শনিবার (২০ নভেম্বর) নগরীর জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলে দিনভর চলে এ আনন্দ আয়োজন। অনুষ্ঠানে হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের শিক্ষকরাও ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিশুকে পেনিনসুলার সেইন্টস ক্যাফের পক্ষ থেকে প্রসংশাপত্র ও উপহার ভাউচার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে সনদ ও উপহার দেওয়া হয়। সবার জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।
অনুষ্ঠানে পেনিনসুলার চেয়ারম্যান মাহবুব উর রহমান বলেন, ‘শিশুদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা তাদের জন্য একটি সুন্দর টেকসই সবুজ পৃথিবী গড়তে চাই।’
মহাব্যবস্থাপক সুমেধা গুনাওারদানা বলেন, ‘প্রতিটি শিশুর হাসি আমাদের কাছে মূল্যবান। আমরা তাদের জন্য একটি অসাধারণ মুহূর্ত তৈরি করতে পেরেছি, এটিই বড় কথা।’
সারাবাংলা/আরডি/টিআর
এতিম শিশু পেনিনসুলা হোটেল পেনিনসুলায় মধ্যাহ্নভোজ সুবিধাবঞ্চিত শিশু