সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ০০:৩৮
২২ নভেম্বর ২০২১ ০০:৩৮
সুনামগঞ্জ: পাঁচ দফা দাবিতে সোমবার সকাল থেকে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক ও শ্রমিকরা।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে শ্রমিকরা পাঁচ দফা দাবি করে আসছিলেন। দাবি না মানায় সোমবার সকাল থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়বে না বলে।’
শ্রমিকদের দাবিগুলো হলো- সিলেট জেলা অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ‘প্রহসনের নির্বাচন’ ও ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ ঘোষিত কমিটি বাতিল করা, মনোন্নয়ন ফি বাবদ আদায় করা সব টাকা ফেরত দেওয়া, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপ-পরিচালককে প্রত্যাহার ও সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতার নামে দেওয়া মামলা প্রত্যাহার।
সারাবাংলা/এমও