Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে দৈনিক ৩০০ শিশুমৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২১ ১৩:২২

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার মধ্যেই অপুষ্টিতে ভুগে প্রতিদিন ৩০০ শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা।

এর আগের সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েমেনভিত্তিক ইনতেসাফ অর্গানাইজেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস জানিয়েছে, প্রায় ৩০ লাখ ইয়েমেনি শিশু প্রকট অপুষ্টিতে ভুগছে। তাদের মধ্যে সংকটাপন্নদের মৃত্যু হচ্ছে।

রাজধানী সানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সংস্থা দাবি করেছে, ছয় বছর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করার পর থেকে তিন হাজার ৮২৫ শিশুকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চার হাজার একশ ৫৭ শিশু।

ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে সাড়ে পাঁচ হাজার শিশু বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার মুখে পড়েছে। এছাড়াও শরীরে টিউমার নিয়ে বেড়ে উঠছে প্রায় ৭১ হাজার শিশু।

এর আগে, ২০১৫ সালের মার্চে সৌদি আরব তার স্থানীয় এবং পশ্চিমা মিত্রদের সহযোগিতায় ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। তারপর থেকেই খাদ্য নিরাপত্তা, অর্থনীতিসহ ইয়েমেনের সামগ্রিক পরিস্থিতি নাজুক হতে শুরু করে।

সারাবাংলা/একেএম

ইয়েমেন যুদ্ধ শিশুমৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর