Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুহুল আমিন হাওলাদারকে দেওয়া দুদকের নোটিশের কেন অবৈধ নয়

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ১৯:৫৯

এ বি এম রুহুল আমিন হাওলাদার, ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশ কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ২৮ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান এ নোটিশ দেন। নোটিশে রুহুল আমিন হাওলাদারকে ১০ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়।

পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সস্ত্রীক রিট করেন রুহুল আমিন হাওলাদার।

সারাবাংলা/কেআইএফ/এনএস

এ বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টি দুর্নীতি দমন কমিশনের (দুদক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর