Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাত সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ২০:২৭

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্যখাত সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে। বেশ কিছু প্রজেক্ট আসছে এই খাতে। মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ একনেকে রয়েছে। সমস্ত বাংলাদেশ মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে যাবে। পুরো হেলথ সেক্টর আমরা ডিজিটালাইজড করব।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যখাতে বেশ কিছু প্রজেক্ট আসছে। দেশের আটটি বিভাগে আটটি ক্যান্সার, কিডনি ও কার্ডিয়াক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ একনেকে রয়েছে। সমস্ত বাংলাদেশ মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে যাবে। পুরো হেলথ সেক্টর আমরা ডিজিটালাইজড করব।’

তিনি বলেন, ‘আজও কেবিনেটে আলাপ হয়েছে। আমাদের উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এ বিষয়ে চারবার মিটিং হয়েছে। এটার কাজও আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। হেলথ সেক্টর ডিজিটালাইজড হলে আরও বেশি উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। আমাদের আরও চারটি নতুন মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে ৯ কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা দেড় কোটি মানুষকে ভ্যাকসিন দেব।’

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ একটি রোগ, যা আজ নিয়ন্ত্রণের থাকলেও কাল পরিস্থিতি আবার খারাপ হতে পারে। করোনা কিছুদিন আগে ইউরোপে পরিস্থিতি ভাল ছিল, এখন আবার খারাপ হচ্ছে। সেজন্য আপনাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমদুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটু মিঞা, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মো. বিলাল আহমেদ।

আরও পড়ুন:
করোনা নিয়ন্ত্রণে চীন বাদে ১ নম্বরে বাংলাদেশ
চিকিৎসক, নার্সসহ দেশে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ আসছে

সারাবাংলা/এসবি/এমও

জাহিদ মালেক ডিজিটালাইজড স্বাস্থ্যখাত স্বাস্থ্যমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর