ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ( সিপিবি) কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতা ডা. সাজেদুল হক রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন আরেকটি পোস্টে রুহিন হোসেন প্রিন্স দাবি করেন, সাজেদুল হক রুবেলকে ডিবি অফিসে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই।
এর আগে দলটির নেতারা জানান, রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসা থেকে সোমবার রাত ১১টার দিকে পুলিশের গাড়ি এসে রুবেলকে তুলে নিয়ে যায়।
রুবেলকে গ্রেফতার করা হয়েছে কি না- এই প্রশ্নের উত্তরে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছি। তার বিরুদ্ধে পোশাকশ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগ আছে।
তিনি বলেন, অন্য কোনো এজেন্সিও তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে। তাকে থানায় দেওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের খবর অস্বীকার করেছে।