Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজ যাবে মালদ্বীপে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১৭:০২

ঢাকা: বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মালদ্বীপের রাজধানী মালের মধ্যে সরাসরি জাহাজ চলাচল করবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কও আরও বাড়ানো হবে। এসব বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।

রাজধানী ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেন দেশটির দু’জন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও তারা মত বিনিময় করেন।

বৈঠকে ড. মোমেন বলেন, ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের জন্য বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয়। বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ করোনাভাইরাস ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য ড. মোমেন ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করে মালদ্বীপ। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মালদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

 ড. মোমেন বলেন, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা সেদেশের অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন। দেশটিও বাংলাদেশিদের ব্যাপারে বেশ আন্তরিক।

সারাবাংলা/টিএস/আইই

টপ নিউজ ঢাকা-মালদ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর