Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রীর যুদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২১ ১৯:০৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২১:২৩

শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রাইয়ের বিদ্রোহীদের বিরুদ্ধে নিজে সামনের সারিতে হাজির থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তিগ্রাইয়ের বিদ্রোহীরা অগ্রসর হতে হতে প্রায় রাজধানীর কাছাকাছি চলে এসেছে।

এর আগে, তিগ্রাইয়ের বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর বছরব্যাপী সংঘাতে কয়েক হাজার মানুষ মারা গেছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। যুদ্ধের কারণে ইথিওপিওয়ার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো।

সারাবাংলা/একেএম

আবি আহমেদ ইথিওপিয়া টপ নিউজ তিগ্রাই বিদ্রোহী