Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২১ ২১:৫৪

ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, এর মধ্যেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যা ক্যাসটেক্স। তিনি আইসোলেশনে রয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) ফরাসি প্রধানমন্ত্রীর দফতর থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা প্রতিরোধে সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন ক্যাসটেক্স। কিন্তু তারপরও তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে, সম্প্রতি তিনি বেলজিয়াম সফরে ক্যাসটেক্স। সেখানে বেলিজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তার। সেখান থেকে ফ্রান্সে ফিরে তিনি তার মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর নিজের করোনা পরীক্ষা করালে ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর দফতর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ দিন আইসোলেশনে থেকেই দায়িত্ব পালন করবেন তিনি।

সারাবাংলা/একেএম

ফরাসি প্রধানমন্ত্রী জ্যা ক্যাসটেক্স


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর