Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রহসনের জন্য খালেদা জিয়াকে পিজিতে আনা হয়েছিল’


৮ এপ্রিল ২০১৮ ১৪:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রহসনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (০৮ মার্চ) নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে প্রকৃত পরীক্ষা-নিরীক্ষা দ্বারা চিকিৎসা না দিয়ে গতকাল সম্পূর্ণ প্রহসন করতে পিজি হাসপাতালে আনা হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসকরাও সুযোগ পাননি তাকে চিকিৎসা দেওয়ার।’

তিনি বলেন, ‘প্রায় দুমাস ধরে কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন সেটুকু দেখার জন্য উদগ্রীব ছিল দেশের আবাল-বৃদ্ধ-বণিতা। গণমাধ্যমের কল্যাণে জাতি দেখল এক উন্নত মম শির। মুহুর্তে তার অন্তর্বার্তা পৌঁছে গেছে কোটি কোটি জনগণের হৃদয়ে— ‘আপনারা প্রস্তুত হোন গণতন্ত্র পুনরুদ্ধারের তীব্র আন্দোলনের জন্য।’

‘দুর্নীতিপরায়ণ কলুষ থেকে মুক্ত করুন দেশমাতৃকাকে। হিংসার কারণে কারাদণ্ড দিয়ে শাসকগোষ্ঠী ভেবেছিল খালেদা জিয়া অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে টলে পড়বেন বা রোগে শোকে কাতর হয়ে যাবেন। কিন্ত সরকারের সে আশা কখনই সফল হবে না’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘পিজি হাসপাতালে গাড়ি থেকে নামার পর জনতা দেখল আস্থায় অবিচল দেশনেত্রীকে। মানুষ উপলব্ধি করল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেত্রীর অকুতোভয় দুর্জয় সাহস। কারাগারের উদ্দেশ্যে গাড়িতে তোলার সময় কেবিন ব্লকের বারান্দাগুলোতে রোগী, নার্স ও চিকিৎসকসহ উৎসুক জনতা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী এই নেত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।’

‘কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নানা রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু দমে যাননি বেগম খালেদা জিয়া। গতকালের হাস্যোজ্জ্বল অভিব্যক্তি সে বার্তাই জানান দিল।’

নির্বাচন কমিশন আদৌ দুই সিটির নির্বাচন সুষ্ঠু চায় কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ঘণীভূত হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না— গত দুই দিন ধরে ঘোষণা দিচ্ছে নির্বাচন কমিশনার। ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে।’

নির্বাচন কমিশনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যে সরকারি ইচ্ছার প্রতিফলন দেখা যায় অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ তৈরি না করে, সরকারি ফর্মূলায় নির্বাচন করতেই ইসি আগাম মন্তব্য দিলেন কি না সে প্রশ্নটি এখন ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে দুই সিটিতে লেবেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দুই সিটিতে সশস্ত্র মহড়া দিচ্ছে। তাদের হাতে হাতে বৈধ-অবৈধ অস্ত্রের ছড়াছড়ি।’

সারাবাংলা/এজেড/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর