Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাফ পাস’ পাচ্ছেন জবি শিক্ষার্থীরা, সর্বনিম্ন ভাড়া ৫ টাকা

জবি করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ২২:৪৭

পরিবহন মালিক কর্তৃপক্ষের সঙ্গে জবি কর্তৃপক্ষের বৈঠক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সদরঘাটগামী বাসগুলোতে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালেই অর্ধেক ভাড়া দিতে পারবেন। এছাড়াও জবি শিক্ষার্থীদের জন্য এসব বাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সদরঘাটগামী বাসগুলোর পরিচালকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জবি শিক্ষার্থীরা সপ্তাহের যেকোনো দিন যেকোনো সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে ‘হাফ পাস’ বা অর্ধেক ভাড়া দিতে পারবেন। শিক্ষার্থীদের ভ্রমণ দূরত্ব সর্বনিম্ন ভাড়ার আওতায় পড়লে তাদের কাছ থেকে বাসগুলো ৫ টাকা ভাড়া নেবে। আর বাসে কোনো শিক্ষার্থী সমস্যার মুখে পড়লে কিংবা অসৌজন্যমূলক আচরণের শিকার হলে গাড়ির নম্বর ও সময় উল্লেখ করে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস অথবা সদরঘাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানোর সুবিধাও থাকছে।

বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিবহন পরিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এখন থেকে আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে পারবে। পরিবহনগুলোও হাফ ভাড়া নেবে। সর্বনিম্ন ভাড়া হবে পাঁচ টাকা। আর কেউ কারও সঙ্গে খারাপ আচরণ করলে অথবা মতের বিরোধ হলে আমাদের পুলিশ ফাঁড়িতে বা প্রক্টর অফিসে সঙ্গে সঙ্গে জানাতে হবে।’

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী নূর হোসেন, ড. মো. রেজাউল করিম, নিউটন হাওলাদার, কাজী ফারুক হোসেন, শাহনাজ পারভিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, কোতোয়ালি থানার ট্রাফিক ইনচার্জ কাজী আমিনুল ইসলাম, সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদুল ইসলাম, মালিক সমিতির পক্ষে তানজিল পরিবহনের এমডি মোহাম্মদ জাহিদ হাসান, বিহঙ্গ পরিবহনের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল, সাভার পরিবহনের ইনচার্জ মো. মনিরুজ্জামান, আজমেরী গ্লোরী পরিবহনের পরিচালক মো. সাহিদুর রহমানসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি সদরঘাটগামী বাস হাফ পাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর