‘সমন্বিত মাস্টারপ্ল্যান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে’
২৪ নভেম্বর ২০২১ ০৯:২৩
ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মাস্টারপ্লান জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সহযোগিতা করবে। ২০৫০ সাল পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাত উন্নয়নের পরিকল্পনা ও দিক নির্দেশনা মহাপরিকল্পনায় রয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ‘সমন্বিত জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা’ নিয়ে অংশীজন সভায় সুশীল সমাজের অন্তর্গত বিভিন্ন শ্রেণির পেশাজীবীদের জন্য সেশনে (দ্বিতীয় সেশন) এসব কথা বলেন।
তিনি বলেন, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনে (এনডিসি) ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাত ৪৮.৯ শতাংশ গ্রিন হাউস গ্যাস কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। সোলার হোম সিস্টেম স্থাপনে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। সরকার কার্বণ নিঃসরণ কমানোকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, বিদ্যমান মাস্টারপ্ল্যান পর্যালোচনা করে প্রযুক্তি ও নীতিমালা যুগোপযোগী করা, জ্বালানি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম উন্নয়ন করা, প্রাথমিক জ্বালানি সরবরাহ চূড়ান্ত করে এনালাইসিস, চাহিদার পূর্বাভাস, পাওয়ার সিস্টেম পরিকল্পনা গ্রহণ করা, এলএনজি আমদানি, পরিবেশ ও সামাজিক অবস্থা বিবেচনা, এই সমন্বিত মহাপরিকল্পনা স্থান পেয়েছে। এখানে চাহিদা পূর্বাভাস বিষয়ে বিভিন্ন মডেল অবতারণা করা হয়েছে।
দ্বিতীয় সেশনে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি এসময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/এসএসএ