কুয়াশায় বন্ধ থাকার পর আবারও পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
২৪ নভেম্বর ২০২১ ১০:০৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর জেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে পুনরায় ফেরি চলাচল শরু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কুয়াশার তীব্রতা বাড়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়।
বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক ও বাসসহ কয়েকশ গাড়ি আটকা পড়ে। আটকা পড়া যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশা এটা প্রকৃতিগত সমস্যা। এখানে মানুষের করার কিছুই নেই। কুয়াশার কারণে নৌপথ চোখে দেখা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে ফেরি চালালে দুর্ঘটনা ঘটতে পারে- এ আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে আজ (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন মো. জিল্লুর রহমান।
সারাবাংলা/এনএস