হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া
২৪ নভেম্বর ২০২১ ১৬:৪৫
লেবাননভিত্তিক শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। হিজবুল্লাহর সামরিক শাখা এতদিন সন্ত্রাসী তালিকায় থাকলেও এবার গোটা সংগঠনটিকে এ তালিকায় যুক্ত করল ক্যানবেরা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত মে মাসে হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার জন্য বিশ্বের সকল দেশের সরকারকে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এ আহ্বানে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া ইরান সমর্থিত সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস নতুন তালিকাভুক্তির ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, সহিংসতার ব্যাপারে সরকারের শূন্য সহনশীলতা নীতি রয়েছে। ধর্মীয় বা আদর্শিক—কোনো কারণই সাধারণ মানুষকে হত্যাকে ন্যায্যতা দিতে পারে না।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও কানাডা হিজবুল্লাহকে ইতিমধ্যে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। হিজবুল্লাহর সামরিক শাখাকে ২০০৩ সালেই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর কোনো তৎপরতা নেই বলে ধারণা করা হয়।
সারাবাংলা/আইই