Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দখল-দূষণ ও ভ্রান্তনীতির কারণে ১২শ নদী কমে ২৩০ হয়েছে’  


৮ এপ্রিল ২০১৮ ১৬:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: ‘দখল-দূষণ ও ভ্রান্তনীতির কারণে ১২শ নদী কমে ২৩০ এ নেমে এসেছে। নদী এখন খালে পরিণত হয়েছে’।

সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চে বক্তারা এসব কথা বলেন।

রোড মার্চের দ্বিতীয় দিনে রোববার (৮ এপ্রিল) দুপুরে বগুড়া সাত মাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিগত কয়েক বছরে শুস্ক মৌসুমে পানি প্রবাহ ক্রমান্বয়ে কমে আসছে। তিস্তা ব্যারেজের বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ১ লাখ ১০ হাজার হেক্টর জমিতে যে সেচ সুবিধা প্রদান করা হতো তা বন্ধ হওয়ার পথে। এভাবে চলতে থাকলে নদীমাতৃক বাংলাদেশ অনিবার্যভাবে মরুভূমিতে পরিণত হবে। তাই বক্তারা তিস্তাসহ সকল নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেল সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু, শিক্ষাবিদ শ্যামল ভট্টাচায্য, সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম গণসংহতি আন্দোলন জেলা সমন্বয় আব্দুর রশিদ, বিপ্লবী ওর্য়াকাস পার্টি জেলা নেতা শান্তসহ অন্যান্যরা।

রোডমার্চ ঢাকা থেকে শনিবার রাতে রওয়ানা হয়ে রোববার সকালে বগুড়ায় পৌঁছায়। বিভিন্নস্থানে পথসভা করে রংপুরের তিস্তা ব্যারেজ গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর