Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রীর ভাইসহ ৭ আ.লীগ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ২১:২৪

লালম‌নিরহাট: দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদা বেগমসহ কালীগঞ্জের আট ইউনিয়নের প্রার্থীকে সহযোগিতা করায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহাবুজ্জামান আহমেদসহ সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এদিকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মদাতির মোটরসাইকেলে প্রার্থী জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলী প্রামাণিক, চলবলার ৫নং সভাপতি খবির উদ্দিন, গোড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরাজুল ইসলাম।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদের স্ত্রী বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। এছাড়াও নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো এবং অন্যরা তার পক্ষে কাজ করায় তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর