গাঁজা প্রক্রিয়াজাতে বিদেশি বিনিয়োগ পেল আফগানিস্তান
২৪ নভেম্বর ২০২১ ২২:৫৬
আফগানিস্তানে গাঁজা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করতে দেশটির তালেবান সরকার ও অস্ট্রেলিয়ার একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তালেবানের এক মুখপাত্র টুইটারে এ তথ্য জানিয়েছেন।
তালেবানের প্রেস ডিরেক্টর কারি সাইয়েদ খস্তি তার বিবৃতিতে বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর শেষ। অল্প কিছু দিনের মধ্যেই এ প্রকল্প চালু হবে।
আল আরাবিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার (২৩ নভেম্বর) আফগানিস্তানের নার্কোটিকস মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিফার্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ৪৫০ মিলিয়ন ডলারের এ চুক্তি সই হয়। অস্ট্রেলিয়ার সিফার্ম আফগানিস্তানের গাঁজা প্রক্রিয়াজাতকরণ প্রকল্পে এ অর্থ বিনিয়োগ করবে।
আফগান কর্তৃপক্ষ এ খবর প্রকাশ করলেও সিফার্মের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।
কারি সাইয়েদ খস্তি তার বিবৃতিতে বলেন, ঔষধি গাঁজাক্রিম উৎপাদনকারী কোম্পানিটি সিফার্ম গাঁজা উৎপাদনের জন্য হাজার হাজার একর আফগান ভূমি চাষাবাদের জন্য পাবে।
সারাবাংলা/আইই