Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজীবের হাতের ক্ষত অনেকটাই শুকিয়েছে


৮ এপ্রিল ২০১৮ ১৫:৪৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের ক্ষত জায়গা অনেকটাই শুকিয়ে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামান বলেন, ‘সকালে আমরা রাজীবকে দেখে এসেছি। নিয়মিত তার হাতের ড্রেসিং করা হচ্ছে। হাতের ক্ষত জায়গা অনেকটাই শুকিয়ে গেছে।’

তিনি আরও বলেন, রাজীবের হাতের চেয়ে মাথায় একটু বেশি সমস্যা। তার কথায় একটু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে এমনটা হতে পারে। পরীক্ষার জন্য মানসিক ডাক্তার ডাকা হয়েছে। তারা রাজীবকে দেখছে।

রাজীবকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশেই রাজীবকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব। বিদেশে নেওয়ার প্রয়োজন হবে না।

রাজীব হোসেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে স্বজন বাস ও বিআরটিসির বাসের পাল্লাপাল্লিতে রাজীবের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা তাকে তা‌কে উদ্ধার ক‌রে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

সারবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর