Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘালয় কংগ্রেসে ভাঙন, ১২ বিধায়ক তৃণমূলে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২১ ১৩:১৪

ভারতের মেঘালয় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমাসহ ১২ বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর মধ্য দিয়ে মেঘালয়েও এখন প্রধান বিরোধী দল হলো তৃণমূল।

বুধবার (২৪ নভেম্বর) রাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এখন, ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার ১৭ কংগ্রেস সদস্যের মধ্যে ১২ জনই তৃণমূলে যোগ দিলেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, রাজ্যের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পলার সঙ্গে বহুদিন ধরে মুকুল সাংমার মতবিরোধ চলছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও বিষয়টি জানেন। কিন্তু, কোনো সমাধান করেননি। তাই, দল ছাড়েন তিনি।

জানা গেছে, মুকুলের দলত্যাগে বড় ভূমিকা রেখেছেন ভারতের বিশিষ্ট ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর। মেঘালয়ে থেকে তিনি মুকুলের দলত্যাগ নিশ্চিত করেন।

এর আগে, আট বছর মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল।

এ ব্যাপারে দিল্লিতে তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তারা কোনো দল ভাঙছেন না। কিন্তু কেউ তাদের দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর