ঢাকায় পার্কিং সমস্যা সমাধানে অ্যাপ্লিকেশন নেক্সপার্ক
৮ এপ্রিল ২০১৮ ১৬:১৩
।।ফিচার রাইটার।।
ঢাকা: রাজধানীর যানজট সমস্যার একটি অন্যতম কারণ হল যেখানে সেখানে গাড়ি পার্কিং। আর এই সমস্যা সমাধানে টিম নেক্সপার্ক নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম শেয়ারিং প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন নেক্সপার্ক।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঢাকার গাড়ি এবং মোটরবাইক ব্যবহারকারীরা খুব সহজেই পছন্দ মত স্থানে নিজের গাড়িটি পার্ক করতে পারবেন। এছাড়াও গ্যারেজ মালিকরা তাদের পার্কিং এর স্থান ভাড়া দিতে পারবেন।
নেক্সপার্কের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান জানান, ‘আমাদের পক্ষে ঢাকার জ্যাম সমস্যার সমাধান পুরোপুরি করা সম্ভব না হলেও কিছু উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি ঢাকা শহরের পথগুলোকে প্রশস্ত করতে। আমাদেরর বেশিরভাগ রাস্তাতেই দেখা যায় রাস্তাজুড়ে গাড়ি পার্ক করে রাখার কারণে অপ্রশস্ত রাস্তায় জ্যামের সমস্যা বড় আকার ধারণ করে। আমরা আশা করছি অ্যাপ্লিকেশন নেক্সপার্ক যানজট সমস্যা কিছুটা হলেও কমাবে ‘
নেক্সপার্ক শুধু পার্কিং সমাধান নয়, নেক্সপার্ক হতে পারে আয়ের উৎসও। শহরের অনেকেরই গ্যারেজ সারাদিন ফাঁকা পড়ে থাকে। সকালে গাড়ি নিয়ে বের হলে অফিস বা কাজ থেকে না আসা পর্যন্ত খালি পড়ে থাকে গ্যারেজ গুলো। সেই সময়টুকু মালিকেরা নিজেদের গ্যারেজ নেক্সপার্কের মাধ্যমে ঘণ্টা ,দৈনিক ,সাপ্তাহিক কিংবা মাসিক হিসেবে ভাড়া দিয়ে সহজেই আয়ের অঙ্ক বাড়াতে পারেন। বাংলাদেশের যেকোন ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা এই লেনদেন করতে পারবেন ।
সারাবাংলা/জেডএম/জেডএফ