দুদকের হাতে গ্রেফতার ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কারাগারে
৮ এপ্রিল ২০১৮ ১৬:১৭ | আপডেট: ৮ এপ্রিল ২০১৮ ১৭:৫৩
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা : দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেগুনবাগিচা থেকে রোববার কুতুব উদ্দিনকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, রাজধানীর গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলশান মডেল থানায় মামলাটি করেন।
মামলার পরই কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয় বলে জানান প্রণব কুমার।
সারাবাংলা/জিএস/একে