Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ৬ ক্যাটাগরির নির্বাচনে ৩৩ পদে জয়ী প্রগতিশীলরা

রাবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ২১:৪২

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন, সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, শিক্ষা পরিষদ, শিক্ষক সমিতিসহ ৬টি ক্যাটাগরির ৪০টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৩৩টি পদে জয়লাভ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)। বাকি সাতটি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যাবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ডিন নির্বাচনে ১২টি অনুষদের ৬টিতে জয়লাভ করেছে হলুদ প্যানেল। শিক্ষা পরিষদের ৬টি, সিন্ডিকেটের ৫টি, ফাইন্যান্স, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য পদে জয় পেয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকরা। এছাড়া শিক্ষক সমিতির ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১৪টিতে নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের প্রতিনিধি।

অন্যদিকে ডিন নির্বাচনের ৬টিতে জয় পেয়েছে সাদা প্যানেল। এছাড়া শুধু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন দলের শিক্ষক প্রতিনিধি।

ডিন পদে নির্বাচিত হয়েছেন- হলুদ প্যানেল থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদে মার্কেটিং বিভাগের ড. শাহ আজম শান্তনু, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল আলম, প্রকৌশল অনুষদে ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু জাফর তৌহিদুল ইসলাম, ফিশারিজ অনুষদে বিভাগটির অধ্যাপক ড. ইসতিয়াক হোসেন, এবং ভেটেরিনানি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার।

অন্যদিকে, কলা অনুষদে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ফজলুল হক, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহেদ জামান, আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, কৃষি অনুষদে অ্যাগ্রোনমি ও অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম, চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী, ভূ-বিজ্ঞান অনুষদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার এনামুল হক জয়লাভ করেছেন।

সিন্ডিকেট সদস্য হিসেবে জয়ী শিক্ষকরা হলেন- প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে ড. একরামুল হক, প্রফেসর ক্যাটাগরিতে ড. মামুনূর রশীদ তালুকদার, সহযোগী অধ্যাপক পদে ড. শফিকুজ্জামান জোয়াদ্দার, প্রভাষক পদে শামসুন্নাহার। এছাড়া ফাইন্যান্স কমিটি ও পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে যথাক্রমে হলুদ প্যানেলের ড. এম আহসান হাবিব ও ড. অসিত রায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শিক্ষা পরিষদের ছয়টি পদেই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকরা। তারা হলেন ড. মনিরা জান্নাতুল কোবরা, ড. মো. মিজানুর রহমান, ড. এ কে এম কনক পারভেজ, এসএম সানজিদ রহমান, আরিফুর রহমান, শাহাদাৎ হোসেন।

এছাড়া শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রতিনিধি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত ই জাহান।

এছাড়া শিক্ষক সমিতির ১৫টি পদের ১৪ টিতেই জয়ী হয়েছেন হলুদ প্যানেলের শিক্ষক প্রতিনিধিরা। এর আগে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টাথেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সারাবাংলা/পিটিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর