Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাঙ্গন থেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়, রাজনীতিক তৈরি হয় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ২৩:১৫

হারুন অর রশিদ, ফাইল ছবি

ঢাকা: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, রাজনীতি ও প্রশাসন সর্বস্তরে মূল্যবোধের চরম অবক্ষয়। আশঙ্কাজনকভাবে দুর্নীতির ভয়াবহ বিস্তার। আমাদের ভবিষ্যতে কী হবে আমি বলতে পারব না। সত্যিকার অর্থে আজ জাতি একটা গভীর সংকটের মধ্যে পড়েছে। অবশ্যই রাজনীতি চর্চায় আমাদের ফিরে আসতে হবে। বিরোধী দলকে রাজনৈতিক কথা বলার সুযোগ দিতে হবে। তিনি বলেন, উচ্চ শিক্ষাঙ্গন থেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। কিন্তু রাজনীতিক তৈরি হচ্ছে না। কারণ সেখানে রাজনীতি নাই, রাজনীতির চর্চা নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা এখানে সরকারি দল, বিরোধী দল একাকার হয়ে গেছি। আমাদের পাশে বিরোধী দলের সদস্যরা রয়েছেন। উনারাই বলছেন, আমরা কাগজে-কলমে বিরোধীদল। ২০১৮ সালের নির্বাচনে যেখানে লাঙ্গল ছিল সেখানে নৌকা নাই। যেখানে নৌকা ছিল সেখানে লাঙ্গল নাই। তাদের দায়বদ্ধতা আছে। সত্যিকার অর্থে জনগণের যে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন- এই সংসদ সেটি ঘটাতে পারছে না।’

তিনি বলেন, ‘এখন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগেও দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে, আপনার রূপকল্প-২০৪১ সাল পর্যন্ত রয়েছে, দরকার কী নির্বাচনের নামে এ ধরনের প্রহসন? নির্বাচনের নামে এই ধরনের হানাহানি-সংঘাত-খুনাখুনির দরকার কী? আমার নির্বাচনি এলাকায় আগামী ৩০ তারিখ পৌরসভা নির্বাচন রয়েছে। কিছুক্ষণ আগে খবর পেলাম সেখানে স্বতন্ত্র প্রার্থীদের অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী কী কাজ করে? দায়িত্ব কী?’

হারুনুর রশীদ বলেন, ‘সংবিধানের ১১ অনুচ্ছেদে আমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে, ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে স্থানীয় প্রতিনিধিদের। কিন্তু এ ক্ষেত্রে আমরা ব্যর্থ। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে তথ্য এসেছে যে, ৩০০/৪০০ অধিক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও কিছু কিছু ইউপিতে গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তাদেরকে কে নির্বাচিত করল? কে তাদের মনোনীত করল? তারা কীভাবে জনগণের দায়িত্ব পালন করবে?’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের বিভিন্নভাবে উপহাস করছেন, তুচ্ছতাচ্ছিল্য করছেন। আমাদের দেশের এখন পঞ্চাশ বছর পূর্তি। আজকে চিন্তা করতে হবে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন কমিশন বলি, আইন বিভাগ বলি, বিচার বিভাগই বলি আর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কথাই বলি- এদের প্রতি জনগণের আস্থা বেড়েছে? না আস্থা কমে গেছে? এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা একেবারে তলানিতে চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি একাধিকবার সংসদ নেতার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, আজকে উনার (খালেদা জিয়া) শারীরিক যে অবস্থা তাতে উনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি দিতে অসুবিধা কোথায়? আপনি তাকে বিদেশে চিকিৎসার সুযোগটি দিন। এতে আপনি সম্মানিত হবেন। দেশের মানুষ আপনাকে অবশ্যই সম্মান করবে। তার (খালেদা জিয়া) যে বয়স, তার যে অবস্থা- এই অবস্থায় তার জন্য সেটা বিবেচনা করা উচিত।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

এমপি হারুনুর রশিদ জাতীয় সংসদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর