Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রাসায়নিক কারাখানায় আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২১ ১১:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৪:৪৫

চট্টগ্রাম: নগরীর সাগরিকা শিল্প এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানাটির নীচতলায় অনেকগুলো কেমিক্যালের ড্রাম ছিল। সেখান থেকেই প্রথমে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে এবং পরবর্তীতে কারখানায় ছড়িয়ে পড়তে শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস সারাবাংলাকে বলেন, আমাদের আটটি ইউনিটের ১৩টি গাড়ি কাজ করছে। আমরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছি।

সারাবাংলা/আরডি/এসএসএ

আগুন চট্টগ্রাম টপ নিউজ রাসায়নিক কারাখান