সৌদি আরবের মদিনায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন। মদিনা শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।
আরব নিউজের খবরে বলা হয়, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। মদিনা প্রদেশের আল হাজরা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাকটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। দুর্ঘটনাস্থল মদিনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।
ঘটনাস্থলে তাৎক্ষনিক মদিনা, মক্কাসহ কয়েকটি প্রদেশ থেকে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সগুলো সেখানে যায়। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা কর্তৃপক্ষ জানায়নি বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।
সৌদি আরবে হজযাত্রীরা আল হাজরা মহাসড়ক ব্যাপক ব্যবহার করে থাকেন। মক্কা থেকে মদিনায় যাওয়া আসার প্রধান সড়ক এটি।