Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্প আতঙ্কে চবি আবাসিক হলের ২ তলা থেকে শিক্ষার্থীর লাফ

চবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২১ ১৯:৪৭

চট্টগ্রাম ব্যুরো: ভূমিকম্পে আতঙ্কিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের দুই তলা থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে আলাওল হলে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ বলেন, আলাওল হলের ২০২ নম্বর রুমে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রুমের বাইরে প্রচণ্ড চেঁচামেচি শুনে ঘুম ভাঙে। পরে রুমের ভেতরে দেয়াল-টেবিলসহ সবকিছু নড়তে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। এমনিতেই আলাওল হল ঝুঁকিপূর্ণ। এরপর ভূমিকম্পের মাত্রা বেশি অনূভুত হওয়ায় আমি হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিই।

তিনি বলেন, কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে রুমে চলে আসি। এখনো কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। এক্সরে করে দেখতে হবে হাড় ভেঙে গেছে কি না।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল কর্মকর্তা আবু তৈয়ব বলেন, কোমরে ব্যথা পেয়ে এক শিক্ষার্থী এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পাশাপাশি এক্সরে করে দেখতে বলা হয়েছে।

সারাবাংলা/সিসি/টিআর

২ তলা থেকে লাফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূমিকম্প আতঙ্ক

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর