ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
২৬ নভেম্বর ২০২১ ২০:১৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে এক ব্যক্তিকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের খালাশিপুকুর পাড় এলাকায় এই হত্যাকাণ্ডের পর রাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে— মৃত মোহাম্মদ ইয়াকুব (৫০) খাজা রোডের খালাশিপুকুর পাড় এলাকার বাসিন্দা। পেশায় তিনি কাঠমিস্ত্রি। অন্যদিকে গ্রেফতার তিনজন হলেন আক্কাস, নাবিল ও সামি। ইয়াকুবের পাশের বাড়ির বাসিন্দা এই তিনজন কাঠের ব্যবসা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, খালাশিপুকুর পাড় এলাকায় ইয়াকুবদের বাড়ির সামনে দিয়ে সিটি করপোরেশন নতুন একটি ছোট সড়ক পাকা করেছে। তবে সেটি এখনও পরিপক্ক না হওয়ায় গাড়ি চলাচলের উপযোগী হয়নি। কিন্তু ইয়াকুবের প্রতিবেশিরা ওই সড়ক দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠবোঝাই পিকআপ নিয়ে যায়। এতে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়বার কাঠবোঝাই পিকআপ নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়াকুব বাধা দেন। এ সময় ইয়াকুব ও তার প্রতিবেশীদের মধ্যে ঝগড়া শুরু হয়।
‘ঝগড়ার একপর্যায়ে আক্কাস, নাবিল ও সামিসহ পাঁচজন ইয়াকুবের বাসায় ঢুকে কাঠের লাঠি ও ক্রিকেট ব্যাট দিয়ে তাকে মারধর করে। ক্রিকেট ব্যাটের আঘাত নাকে লাগার পর ইয়াকুব মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় রাতেই থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে বলে ওসি মাঈনুর রহমান জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/একে