খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু
২৬ নভেম্বর ২০২১ ২১:৩০
ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) বছরের এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ২টার দিকে দুর্ঘটনায় আহত হয় ওই নারী। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাজু জানান, দুপুরে খিলক্ষেত রেলগেটে অনেক মানুষের ভিড়ে ওই নারীকে আহত অবস্থায় দেখতে পান। তখন অনেকেই বলাবলি করছিল রেললাইনে বসে থাকা অবস্থায় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়।
তিনি আরও বলেন, ‘স্থানীয় কেউ ওই নারীর নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে ছিলো সালোয়ার কামিজ।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওই নারীকে আহত অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও