বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছে ড. গণফোরাম। শনিবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে গণফোরামের নির্বাহী সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আইন বড় কথা নয়, মানবিকতা বড় কথা। রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি হয়। দেশ পরিচালনার জন্য সংবিধান রচিত হয়। খালেদা জিয়ার হঠাৎ কিছু ঘটলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। দেশ দুর্বল হয়ে পড়বে।
বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার উদাহরণ টেনে তিনি বলেন, ওই সময় জনগণের দাবির মুখে বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আইন অনেক সময় ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে থাকে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, যেসকল আদর্শ নিয়ে লাখো শহিদের রক্তের বিনিময়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জন করেছিলাম, তা ধূলিসাৎ হতে চলছে। এর মূল কারণ হলো সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতির তোয়াক্কা না করে পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র একনায়কতন্ত্রের মাধ্যমে সর্বগ্রাসী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমলাতন্ত্র রাষ্ট্র পরিচালনা করছে জনগণ গোলামে পরিণত হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণফোরাম দ্বিধাবিভক্ত নয়। গণফোরাম আগামী ৩ ডিসেম্বর কাউন্সিলের মাধ্যমে নব-যাত্রা শুরু করবে।
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সংসদে আইনমন্ত্রী ক্রিমিনাল আইনের ৪০১ ধারা ব্যাখ্যা সম্পর্কে গণফোরাম নেতা এডভোকেট মহসিন জানান, তিনি আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন।