Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিটি করপোরেশন কি রাষ্ট্রের বাইরে, সংবিধানের ঊর্ধ্বে?’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ১৮:১২

চট্টগ্রাম ব্যুরো: সিটি করপোরেশনের সব গাড়ির রেজিস্ট্রেশন নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রেজিস্ট্রেশনবিহীন সিটি করপোরেশনের গাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন তাদের গাড়ির রেজিস্ট্রেশন নেয় না, এটা কেমন কথা হলো? সিটি করপোরশেন কি রাষ্ট্রের বাইরে, সংবিধানের ঊর্ধ্বে? সিটি করপোরেশেনের গাড়ির কেন রেজিস্ট্রেশন হবে না?’

বিজ্ঞাপন

শনিবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘নগরীর মালিক সিটি করপোরেশন। নগরীর সকল উন্নয়নে সিটি করপোরেশনের যেমন সম্পৃক্ততা থাকতে হবে, তেমনি দেখভালের দায়িত্বও তাদের নিতে হবে। সিটি করপোরেশনের সক্ষমতার জন্য আয়ের পরিধি বাড়ানো প্রয়োজন। শুধুমাত্র সরকারি বরাদ্দে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নিজের আয় বাড়াতে হবে, নতুন আয়ের পথ খুঁজতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সুশাসন ছাড়া কোনো উন্নয়ন অর্থবহ ও জনকল্যাণমুখী হয় না। এই সত্যটা জনপ্রতিনিধিদের উপলব্ধি করে জনগণের সঙ্গে মিশে যেতে হবে। জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন হলেই সেটা হবে প্রকৃত উন্নয়ন।’

অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম শহরের ৩৬টি খাল অন্তর্ভুক্ত আছে। কিন্তু এর বাইরে আরও যেসব খাল আছে সেগুলোকে পুনরুদ্ধার এবং খননের দায়িত্ব সিটি করপোরেশনকে দিতে হবে। অন্যথায় নগরীতে জলাবদ্ধতা নিরসন শতভাগ হবে না।’

বিজ্ঞাপন

নগরীর মাইজপাড়ায় খাল খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দীন আহমদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, মো. ইসমাইল, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, শাহিন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একেএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর