Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ১৮:৪২

ঢাকা: সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিআরটিসি বাসে হাফ ভাড়া চালু করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে সারাদেশে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার (২৭ নভেম্বর) সংসদে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বেসরকারি গণপরিবহনের ওপর সরকার জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। তারা সরকারের অধীনে নয়, কেবল সঙ্গে কাজ করে। বেসরকারি গণপরিবহনের সিদ্ধান্ত তাদেরকেই নিতে দেওয়া দরকার। সামাজিক দায়বদ্ধতা ও জনস্বার্থ বিবেচনায় তাদেরকে অনুরোধ করা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীও তাদেরকে অনুরোধ করেছেন।

তিনি বলেন, বিআরটিএতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে একটা বৈঠক রয়েছে।

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার অভিযোগের ‘আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা’ জবাবে মন্ত্রী বলেন, ছাত্রলীগ বিবৃতি দিয়ে ছাত্রদের হাফ ভাড়ার পক্ষে সমর্থন জানিয়েছে। যেখানে সাংগঠনিকভাবে তারা হাফ ভাড়ার পক্ষে সেখানে তারা হামলা কেন করতে যাবে? যিনি হামলার কথা বলেছন তাকে বলবো তারা যে ছাত্রলীগ তা প্রমাণ করুন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

ওবায়দুল কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর