Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ১৯:০০

ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদে বলেছেন, চলমান ইউপি নির্বাচনে সহিংসতাগুলোর বড় অংশ ব্যক্তিগত এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে হচ্ছে। নির্বাচনি সহিংসতার ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছে। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর বাইরেও, পুলিশ এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে তা কমিশনকে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠানের পর কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নির্বাচনি সহিংসতার খবর প্রচারিত হয়েছে। অনেক সময় ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নির্বাচনের সময় সুযোগসন্ধানী ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু, নারী ও শিশুর ওপর সহিংসতা চালানোর অপচেষ্টা চালায়। এ কারণে নির্বাচনে নানান সহিংসতা হয়।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর