Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ২২:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযোগ তদন্তে নেমেছে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কোতোয়ালী থানার স্টেশন রোডে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছে পুলিশ।

আহত মো. রহমত উল্লাহ (২৮) নগরীর পাঁচলাইশ থানার হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নগরীর আইস ফ্যাক্টরি রোডে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) প্রশিক্ষণার্থী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে জানিয়েছেন, রহমত উল্লাহ পায়ে, মুখে এবং মাথায় আঘাত পেয়েছেন। তাকে নগরীর মেহেদিবাগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রহমত উল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, তিনি বাসে করে নগরীর অক্সিজেন থেকে আইস ফ্যাক্টরি রোডে পিটিআইতে যাচ্ছিলেন। ভাড়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাকে বাস চালকের সহকারী বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি আহত হয়েছেন। আমরা বাস শনাাক্ত করেছি। চালক ও হেলপারকে খুঁজছি।’

তবে বারবার অনুরোধের পরও শিক্ষকের পরিবারের কেউ থানায় মামলা করেত আসেননি বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

চলন্ত বাস টপ নিউজ ভাড়া নিয়ে বিতণ্ডা শিক্ষক স্কুল শিক্ষক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর