Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়লাবাহী গাড়িচাপায় সংবাদকর্মী নিহত: গাড়ির চালক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৬:০১

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়িচাপায় গণমাধ্যমকর্মী মো. আহসান কবির খান (৪৬) নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ওই গাড়ির চালক মো. হানিফকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই আরিফ হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, এই দুর্ঘটনাটি দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা যাচাই ও জড়িত থাকলে গ্রেফতার করা সম্ভব হবে। এজন্য আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

তবে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৬ নভেম্বর রাতে চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে ময়লাবাহী ডাম্প ট্রাকের চালক মো. হানিফ ওরফে ফটিককে (২৩) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ ওই সংবাদকর্মীকে চাপা দেওয়ার ঘটনা স্বীকার করেছেন।

জানা যায়, সোনারগাঁ মোড় থেকে পান্থপথে যাওয়ার রাস্তার সিগন্যালে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলের পিছনের আসনে বসা আরোহী আহসান কবির খান। এ সময় অন্যান্য গাড়ির সঙ্গে ডিএনসিসির একটি ময়লাবাহী ডাম্প ট্রাক (পরীক্ষাধীন নম্বর: ৫১২৮) সেখানে অপেক্ষা করছিল। সিগন্যাল ছাড়া মাত্রই আহসান কবির খাঁনের মোটরসাইকেল ধাক্কা খেলে তিনি মাটিতে ছিটকে পড়েন। ময়লাবাহী গাড়ির চালক গাড়িটি না থামিয়ে তার ওপর দিয়ে চালিয়ে চলে যায়। এ সময় অন্যান্য মোটরসাইকেল চালক এবং স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া দিলে ময়লাবাহী ডাম্প ট্রাকটি গ্রিনরোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তার সহকারী গাড়িটি রেখে পালিয়ে যায়। উপস্থিত পথচারীরা আহসান কবিরকে ঘটনাস্থল হতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাদিরা পারভীন বাদী হয়ে পরিবহন আইন ২০১৮ এর ১০৫ সড়ক ধারায় কলাবাগান থানায় একটি মামলা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

রিমান্ড

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর