বাড়িতে এসে গৃহস্থের ধান খেল হাতি, থানায় জিডি
২৮ নভেম্বর ২০২১ ১৯:০৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্যহাতি এসে গৃহস্থের গোলা থেকে ধান খাওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা নিপুল কুমার সেন বোয়ালখালী থানায় এ অভিযোগ করেন।
নিপুল কুমার সেন সারাবাংলাকে জানান, চলতি মৌসুমে তার নিজ জমি থেকে তোলা প্রায় দেড় মেট্রিক টন ধান তিনি টিনের গোলায় রেখেছিলেন। গত ২৩ নভেম্বর ভোরের দিকে অন্তত তিনটি হাতি এসে ধান খাওয়ার পাশাপাশি গোলার চালা উল্টে ধান নষ্ট করেছে। এলাকার লোকজন জমিতে যাওয়ার সময় হাতির পাল দেখতে পেয়ে হট্টগোল করলে সেগুলো অদূরে করলডেঙ্গা পাহাড়ের দিকে চলে যায়।
এদিকে জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘মাঝে মাঝেই পাহাড় থেকে ওই এলাকার লোকালয়ে হাতির পাল চলে আসে। এবারও সম্ভবত এসেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।’
সারাবাংলা/আরডি/পিটিএম