ফারুক হত্যা মামলায় শাশুড়ি-শ্যালিকা রিমান্ডে
২৮ নভেম্বর ২০২১ ১৯:৪৯
ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় ফারুক হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শাশুড়ি জাহানার বেগম ও শ্যালিকা জয়া হাসান মীমের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৮ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
গত ২১ নভেম্বর এ দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আছিবুর রহমান তুষার। আদালত আসামিদের রিমান্ড শুনানির দিন ২৩ নভেম্বর ধার্য করেন। ওইদিন তা পিছিয়ে আজ ২৮ নভেম্বর ধার্য করা হয়।
এ মামলায় ২১ নভেম্বর ফারুক হোসেনের শ্যালক জাসফিকুর রহমান ওরফে অশ্রু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
জানা যায়, গত ২০ নভেম্বর জাসফিকুর রহমান তার বোনের স্বামী ফারুককে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফারুককে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এআই/এমও