ঢাকা: যাচাইবিহীন ওজন যন্ত্র এবং পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে প্রিমিয়াম সুইটসের নামে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এই মামলা দায়ের করে।
বিএসটিআই জানিয়েছে, খিলগাঁও থানার প্রিমিয়ার সুইটসের নামে মামলা দায়েরের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অংশ নেন।