Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ১৩:৫৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৫:৪১

মো. জাহাঙ্গীর আলম, ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটির আবেদন জমা দেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ। সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

সারাবাংলা/এআই/এএম

টপ নিউজ মেয়র জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর