Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ১৭:৫৮

চট্টগ্রাম ব্যুরো: নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা সড়কের মাঝে অবস্থান নিতে চাইলে পুলিশের বাধা দেয়।

সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর ওয়াসার মোড়ে সড়কের একপাশে অবস্থান নেন কয়েক’শ শিক্ষার্থী। প্রায় দুই ঘণ্টা ধরে তারা বিক্ষোভ করেন। এসময় তারা নিরাপদ সড়ক ও অর্ধেক ভাড়ার দাবিতে স্লোগান দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভে সরকারি সিটি কলেজ, সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ, নৌবাহিনী কলেজ, বিএফ শাহীন কলেজ, সেন্টপ্লাসিড স্কুল ও কলেজ, ওমরগণি এমইএস কলেজ, হাজেরা তুজ কলেজসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্রথমে শিক্ষার্থীরা জড়ো হন সড়কের মাঝখানে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। তখন পুলিশ তাদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া কলেজ ছাত্র জয়নাল আবেদিন বলেন, ‘সড়কে একের পর এক শিক্ষার্থী মারা যাচ্ছে। মায়ের বুক খালি হচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়ক চাই। এজন্য আমরা রাস্তায় নেমেছি।’

কলেজ ছাত্রী রিফা আক্তার সারাবাংলাকে বলেন, ‘আমাদের বাপ-চাচারা ছাত্র থাকা অবস্থায় গণপরিবহনে অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াত করেছে। তাহলে আজ অর্ধেক ভাড়া কেন নেওয়া হবে না? আমরা অর্ধেক ভাড়া দিতে চাইলে বাসের হেলপার আমাদের সাথে দুর্ব্যবহার করে। আমরা সরকারের কাছে দাবি জানাই, গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণ করে দেওয়া হোক। সকল শিক্ষার্থীকে হাফ পাস দেওয়া হোক।’

বিজ্ঞাপন

এর আগে, গত সপ্তাহেও দুইদিন নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে শেষদিন বিক্ষোভ কর্মসূচি থেকে চার জনকে আটক করা হয়। এরপর থেকে সেখানে আর কোনো কর্মসূচি হয়নি।

ওয়াসার মোড়ে বিক্ষোভে অংশ নেওয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াহিদ আহমেদ মিরাজ সারাবাংলাকে বলেন, ‘ষোলশহরে কিছু শিক্ষার্থী বাস ভাড়ার জন্য আন্দোলন করতে নেমে সরকার বিরোধী স্লোগান ও বক্তব্য দিয়েছিল। সেখান থেকে চার জনকে আটক করা হয়েছিল। আমাদের আন্দোলন তো সরকারের বিরুদ্ধে নয়। আমরা তো সরকারের কাছেই দাবি জানাচ্ছি। আমাদের আজকের (সোমবার) কর্মসূচিতে কেউ যাতে সরকারবিরোধী কোনো স্লোগান- বক্তব্য দিতে না পারে সেজন্য আমরা সতর্ক ছিলাম। এরপরও কেউ কেউ চেষ্টা করেছে।’

ঘটনাস্থলে থাকা নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। তাদের আমরা বুঝিয়ে একপাশে সরিয়ে দিয়েছি। তাদের যে দাবি, সেটা নিয়ে ঢাকায় আলাপ-আলোচনা চলছে। নিশ্চয় একটি ভালো সিদ্ধান্ত আসবে। আমরা শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার অনুরোধ করেছি।’

উল্লেখ্য, ২০১৮ সালে চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে শিক্ষার্থীরা লাগাতার অবস্থান করে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম শিক্ষার্থীদের বিক্ষোভ সড়কে অবস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর