Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে নতুন উপাধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ২১:৫৬

সরকারি তিতুমীর কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দিন। ১৯৮৩ সালে তিতুমীর কলেজেরই একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা তাকে স্বাগত জানান।

ছাত্রজীবনের কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে অধ্যাপক মহিউদ্দিন বলেন, আমি এই কলেজের শিক্ষার্থী ছিলাম। সবার জীবনে আকাঙ্ক্ষা থাকে নিজের কলেজে শিক্ষক হওয়ার। তাই আমি গর্ববোধ করছি তিতুমীর কলেজে উপাধ্যক্ষ হতে পেরে।

অধ্যাপক মহিউদ্দিন নতুন উপাধ্যক্ষ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সারাবাংলা/এনএসএম/টিআর

অধ্যাপক মো. মহিউদ্দিন তিতুমীর কলেজ নতুন উপাধ্যক্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর