Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পদের তথ্য গোপন, পুলিশ পরিদর্শকের স্ত্রীর ৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৪:০০

প্রতীকী ছবি

ঢাকা: অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের স্ত্রী গৃহিণী মিসেস মাহমুদা খানম স্বপ্নার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের পৃথক দুই ধারায় মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের পেশকার শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

জানা যায়, রায়ে মাহমুদা খানম স্বপ্নাকে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭ (১) ধারায় তিন বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা অর্থদণ্ড করা হয়। অসাধু উপায়ে অর্জিত ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

২০১৫ সালের ১৪ মে দুদকে হিসাব বিবরণী দাখিল করেন তিনি । সেখানে তিনি ১৭ লাখ ৬২ হাজার ১৮৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং এক কোটি ৭১ লাখ তিন হাজার ৪৫ টাকার সম্পদের মধ্যে ৪১ লাখ ৪১ হাজার ২৬৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক ২০১৬ সালের ২৯ জুন রমনা থানায় মামলাটি দায়ের করেন।

২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত করে কমিশনের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

কারাদণ্ড টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর