Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৪:৫০

গাজীপুর: কোনাবাড়ির জরুন এলাকার রিপন নিট ওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কারখানার নিচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রিপন নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানায় আগুন দেখতে পায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, দুপুর ১২টায় আগুন লাগার সংবাদ পাই। পরে কালিয়াকৈর ২টি, কোনাবাড়ী মিনি ২টি, জয়দেবপুর ২টিসহ সর্বমোট ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনও আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এমও

আগুন নিয়ন্ত্রণ পোশাক কারখানা

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর