সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
৩০ নভেম্বর ২০২১ ১৭:০০
সিরাজগঞ্জ: হেরোইন রাখা ও বিক্রির দায়ে ইকতিয়ার (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ইকতিয়ার সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর বেপারীপাড়া মহল্লার আজাদ ব্যাপারীর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধকল্পে সচেতনতামূলক ডিউটিকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে পৌর এলাকার শাহেদ নগর বেপারীপাড়া মহল্লার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী ইকতিয়ার পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার এসআই আবু জাফর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ ইকতিয়ারকে এই যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সারাবাংলা/এসএসএ